অর্থনৈতিক মডেল বলতে কী বুঝ❓
কোনাে নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে অর্থনীতির তত্ত্ব ও তথ্যকে গণিতের উপাদান বা চিত্র ব্যবহার করে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ করাকে অর্থনৈতিক মডেল বলে।
অর্থনৈতিক মডেল সম্পর্কে তােমার ধারণা দাও।
ভূমিকা: অর্ধনীতিতে মডেল বলতে বিভিন্ন চলকসমূহের মধ্যকার সম্পর্কের গাণিতিক রূপকে বুঝায়। অর্থনীতিতে বিভিন্ন জটিল বিষয়ের ব্যাখ্যার্থে বিভিন্ন ধরনের মডেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাই অর্থনীতিতে মডেলের বেশ গুরুত্ব ও তাৎপর্য নিহিত।
অর্থনৈতিক মডেল: কোনাে নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে অর্থনীতির তত্ত্ব ও তথ্যকে গণিতের উপাদান বা চিত্র ব্যবহার করে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ করাকে অর্থনৈতিক মডেল বলে।এটি অর্থনৈতিক তত্ত্বের সহজ ও সংক্ষিপ্ত রূপ। এর সাহায্যে বিভিন্ন তত্ত্বের গ্রহণযােগ্যতা পরীক্ষা করা যায় এবং চলকের মান সম্পর্কে পূর্বাভাস দেয়া যায়।
যেমন- বাজার মডেল, জাতীয় আয় মডেল ইত্যাদি। নিম্নে এগুলাে উপস্থাপন করা হলাে-
১. বাজার মডেল :
Q = a – bp (a > 0, b > 0)
QS = -C + dp (c > 0, d> 0)
২. জাতীয় আয় মডেল :
Y = C + l০, + GO
C = a + B (Y-T) (a>0, 0<B<1)
T =Y+ &y (y> 0, 0<8< 1)
অর্থনৈতিক মডেলের উপাদানগুলাে হলাে চলক, ধ্রুবক,পরামিতি, সমীকরণ, অভেদ ইত্যাদি।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, অর্থনৈতিক মডেল অর্থনীতিতে বিদ্যমান চলকসমূহের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে গাণিতিক বা চিত্রাকারে প্রকাশ করে। অর্থনীতিতে জাতীয় বিভিন্ন ধরনের মডেল রয়েছে। যেমন- ব্যবসায় মডেল,আয় মডেল ইত্যাদি। এগুলাে স্ব স্ব দৃষ্টিকোণ থেকে অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।