সঞ্চয় বলতে কি বুঝ❓
মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভােগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলা হয়।
সঞ্চয় কাকে বলে❓
মানুষ উৎপাদন কার্যক্ষেত্রে অবদান রাখার বিনিময়ে যে পরিমাণ আর্থিক আয় উপার্জন করে তা থেকে ভােগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় সঞ্চয়।
ভূমিকা: সামষ্টিক অর্থনীতির একটি মৌলিক ধারণা বা বিষয় হলাে সঞ্চয় (Savings)। সঞ্চয়ের মাধ্যমে মানুষ মূলধন গঠন করে থাকে। আর অর্থনৈতিক উন্নয়নে মূলধনের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা অনস্বীকার্য। এজন্য সঞ্চয়ের বেশ গুরুত্ব পরিলক্ষিত হয়।
সঞ্চয়ের সংজ্ঞা: সামষ্টিক অর্থনীতিতে সঞ্চয় ধারণাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এক্ষেত্রে অর্থনীতির সকল জনগণের সঞ্চয়ের সমষ্টি দ্বারা সঞ্চয় নির্দেশিত হয়। মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভােগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলা হয়।
অন্যভাবে বলা যায়, মানুষ উৎপাদন কার্যক্ষেত্রে অবদান রাখার বিনিময়ে যে পরিমাণ আর্থিক আয় উপার্জন করে তা থেকে ভােগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় সঞ্চয়।
মানুষের মােট আয় = y হলে
সঞ্চয় বা S= Y – C,
সঞ্চয়ের সংজ্ঞা: সামষ্টিক অর্থনীতিতে সঞ্চয় ধারণাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এক্ষেত্রে অর্থনীতির সকল জনগণের সঞ্চয়ের সমষ্টি দ্বারা সঞ্চয় নির্দেশিত হয়। মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভােগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলা হয়।
অন্যভাবে বলা যায়, মানুষ উৎপাদন কার্যক্ষেত্রে অবদান রাখার বিনিময়ে যে পরিমাণ আর্থিক আয় উপার্জন করে তা থেকে ভােগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় সঞ্চয়।
মানুষের মােট আয় = y হলে
সঞ্চয় বা S= Y – C,
যেখানে, C=ভােগ ব্যয়।
সঞ্চয় দুধরনের হতে পারে:
(১)পরিশেষে বলা যায়, ব্যক্তির আয় থেকে পরিকল্পিত সঞ্চয় ও
(২)প্রকৃত সঞ্চয়, পূর্ব পরিকল্পনার ভিত্তিতে যে সঞ্চয় করা হয় তাকে পরিকল্পিত সঞ্চয় বলা হয়। আর প্রকৃত আয়ের ভিত্তিতে যে সঞ্চয় করা হয়, তাকে প্রকৃত সঞ্চয় বলে।
উপসংহার: যাবতীয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলাে সঞ্চয়।সঞ্চয় সামষ্টিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চলক হিসেবে বেশ পরিচিত। অর্থনীতিতে সঞ্চয় নানাভাবে ভূমিকা রাখতে পারে।
উপসংহার: যাবতীয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলাে সঞ্চয়।সঞ্চয় সামষ্টিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চলক হিসেবে বেশ পরিচিত। অর্থনীতিতে সঞ্চয় নানাভাবে ভূমিকা রাখতে পারে।
October 25, 2024Last Updated: October 25, 2024
0 3 1 minute read