Economics

সামষ্টিক অর্থনেতিক চলক কী❓

অথবা, সামষ্টিক আর্থনৈতিক চলক বলতে কি বুঝ❓

নির্দিষ্ট সময় ও আওতার মধ্যে যে রাশির পরিবর্তনের সুযােগ থাকে তাকে চলক বলে।

অর্থনীতির যে শাখায় কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলি স্বতন্ত্রভাবে আলােচনা না করে গােটা অর্থব্যবস্থা কিভাবে কাজ করে তা সরাসরি বিশ্লেষণ করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে।

ভূমিকা: অর্থনীতির যে শাখায় কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলি স্বতন্ত্রভাবে আলােচনা না করে গােটা অর্থব্যবস্থা কিভাবে কাজ করে তা সরাসরি বিশ্লেষণ করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। আর সামষ্টিক অর্থনীতিতে যেসকল চলক (Variable) পরিলক্ষিত হয়, সেগুলােই সামষ্টিক অর্থনীতির চলক হিসেবে ব্যবহৃত হয়।

সামষ্টিক অর্থনীতির চলক-এর সংজ্ঞা: নির্দিষ্ট সময় ও আওতার মধ্যে যে রাশির পরিবর্তনের সুযােগ থাকে তাকে চলক বলে। তবে সমগ্র অর্থনীতির প্রেক্ষাপটে সে সকল রাশি বা উপাদানের পরিবর্তনের সুযােগ থাকলে তাদেরকে সামষ্টিক অর্থনৈতিক চলক বলে। সামষ্টিক অর্থনৈতিক চলক বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক মডেলে ব্যবহৃত হয়।

উদাহরণ: জাতীয় আয় মডেলে ভােগব্যয়, বিনিয়ােগ ব্যয়, সঞ্চয়, সরকারি ব্যয়, কর, আমদানি ও রপ্তানি ইত্যাদি সামষ্টিক অর্থনৈতিক চলক।সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের মধ্যে কিছু স্বাধীন চলক এবং কিছু চলক অধীন রয়েছে। সামষ্টিক অর্থনীতির এই সকল স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে নির্ভরশীলতা সম্পর্কে আবদ্ধ হয়ে সামষ্টিক অপেক্ষক গঠন করে।সামষ্টিক চলক বিবেচনার সময় দেখা যায় যে, কতগুলাে সামষ্টিক চলক নিয়ে আবার একটি সার্বিক চলক হয়। সার্বিক চলককে যদি সামষ্টিক চলক বলা হয় তবে যাদের সমন্বয়ে সেই সার্বিক চলকটি
পাওয়া যায় তাদেরকে উপ-সামষ্টিক চলক বলা হয়। উপরের উদাহরণে জাতীয় আয় হলাে সার্বিক চলক এবং ভােগ ব্যয়, সঞ্চয়,সরকারি ব্যয়, কর, আমদানি ও রপ্তানি ইত্যাদি উপ-সামষ্টিক চলক।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, একটি দেশের সমগ্র অর্থনীতিতে যে সকল রাশি বা উপাদানের পরিবর্তনের সম্ভাবনা বা সুযােগ থাকে তাদেরকেই সামষ্টিক অর্থনীতির চলক বলা হয়।সামষ্টিক চলকের মধ্যে জাতীয় আয়, ভােগব্যয়, সঞ্চয়, সরকারি ব্যয়, কর, আমদানি, রপ্তানি প্রভৃতি উল্লেখযােগ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button