সামষ্টিক অর্থনৈতিক মডেল কি?
সামষ্টিক অর্থনৈতিক মডেল বলতে কী বুঝ❓
কোনাে নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে গাণিতিক উপাদান বা চিত্র ব্যবহার করে সামষ্টিক চলকগুলােকে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ করাকে সামষ্টিক অর্থনৈতিক মডেল বলে।
সামষ্টিক অর্থনৈতিক মডেলের ধারণা দাও।
ভূমিকা: অর্থনীতিতে যে সকল বিষয় অতি গুরুত্বপূর্ণ সেগুলাের মধ্যে সামষ্টিক মডেল অন্যতম। সামষ্টিক অর্থনীতিতে বিভিন্ন চলক বিদ্যমান। যেমন- জাতীয় আয় (Y), মােট ভােগ ব্যয় (C), মােট সঞ্চয় (S) প্রভৃতি। সামষ্টিক মডেল কোনাে বিশেষ উদ্দেশ্যে এগুলাে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ করে থাকে।
সামষ্টিক মডেল: কোনাে নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে গাণিতিক উপাদান বা চিত্র ব্যবহার করে সামষ্টিক চলকগুলােকে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ করাকে সামষ্টিক অর্থনৈতিক মডেল বলে। সামষ্টিক অর্থনৈতিক মডেলের মধ্যে আয় নির্ধারণ মডেল,নিয়ােগ নির্ধারণ মডেল, বাণিজ্যচক্র মডেল, অর্থনৈতিক প্রবৃদ্ধি মডেল, ভােগ নির্ধারণ মডেল ইত্যাদি উল্লেখযোেগ্য।
উদাহরণ: নিম্নে তিনখাত বিশিষ্ট অর্থনীতিতে একটি জাতীয় আয় নির্ধারণ সামষ্টিক অর্থনৈতিক মডেল দেখানাে হলাে-
জাতীয় আয় মডেল, Y = C+ I০ + G০
এখানে, Y =জাতীয় আয়
C = ভােগব্যয়
C = a + by
lo = বিনিয়ােগ
Go = সরকারি ব্যয়
a = স্বয়ম্ভূত ভােগ
b = প্রান্তিক ভােগ প্রবণতা
সামষ্টিক মডেলের সাহায্যে সমগ্র অর্থনীতির আচরণ পর্যালােচনা করা যায়। এর সাহায্যে আয়, নিয়ােগ, আয়, সুদের হার, দ্রব্যমূল্য ইত্যাদির উপর বিভিন্ন নীতির প্রভাব পরীক্ষা-নিরীক্ষা করা যায়।
একটি ছকবদ্ধ মডেল নিম্নে দেখানাে হলাে :
পারিবারিক ভােগ (C)
ব্যবসায় বিনিয়ােগ (I)
জাতীয় আয়(Y)
সরকারি ব্যয় (G)
উপসংহার: উপরিউক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে,সামষ্টিক অর্থনৈতিক মডেল মূলত বিভিন্ন উদ্দেশ্যে সামষ্টিক চলকসমূহের মধ্যে বিদ্যমান সম্পর্ককে গাণিতিকভাবে রূপ প্রদান করে। এ থেকে সহজেই সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।তাই অর্থনীতিতে এর যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।