ভােগ কাকে বলে❓
অর্থনীতিতে ভােগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযােগ ধ্বংস করাকেই বুঝায়।
ভােগ বলতে কি বুঝায়❓
ইংরেজি Consumption শব্দটির বাংলা প্রতিশব্দ হলাে ভােগ।
ভােগের সংজ্ঞা দাও।
ভূমিকা: ইংরেজি Consumption শব্দটির বাংলা প্রতিশব্দ হলাে ভােগ। ভােগ বলতে আমরা সাধারণত ব্যবহারের মাধ্যমে কোনাে দ্রব্যের উপযােগ নি:শেষ করে ফেলাকে বুঝায়।অর্থনৈতিক মৌলিক ধারণাসমূহের মধ্য ভােগ অন্যতম। সামষ্টিক অর্থনীতিতে এর ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়।
ভােগ -এর সংজ্ঞা: সাধারণত ভােগ বলতে কোনাে দ্রব্য নি:শেষ করা বা ধ্বংস করাকে বুঝায়। কিন্তু মানুষ যেমন কোনাে দ্রব্য সৃষ্টি করতে পারে না, তেমনি সে কোনাে দ্রব্য ধ্বংসও করতে পারে না। অর্থনীতিতে ভােগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযােগ ধ্বংস করাকেই বুঝায়। মানুষ উৎপাদনের মাধ্যমে যেমন উপযােগ সৃষ্টি করে তেমনি ভােগের মাধ্যমে উপযােগ ধ্বংস করে।
কিন্তু কেবল উপযােগ ধ্বংস করাকেই ভােগ বলা যায় না। যেমন-যদি একখানা বই বা কাপড় আগুনে পুড়ে যায় তাহলে ইহার উপযােগ নষ্ট হবে কিন্তু ইহাকে ভােগ বলা যায় না। একমাত্র ব্যবহারের দ্বারা কোনাে দ্রব্যের উপযােগ নষ্ট হলে তাকে ভােগ বলা হবে।
সুতরাং, মানুষের অভাব মিটানাের জন্য কোনাে দ্রব্যের উপযােগ ব্যবহার করাকেই ভােগ বলা হয়। যেমন- অন্ন ভক্ষণ করা, পানি পান করা, বস্ত্ৰ পরিধান করা ইত্যাদি।
উপসংহার: উপরিউক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ভােগ বলতে কোনাে দ্রব্য বা সেবার উপযােগ ব্যবহারের মাধ্যমে নি:শেষ করাকে বুঝায়। মানুষের জীবনের যাবতীয়
কার্যাবলি ভােগকে ঘিরেই পরিচালিত হয়। মূলত ভােগের উদ্দেশ্যেই মানুষ বিভিন্ন ধরনের কাজে নিয়ােজিত থাকে। তাই সামষ্টিক অর্থনীতিতে এর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।