বিনিয়ােগ কী❓
বিনিয়ােগ বলতে মুনাফা লাভের উদ্দেশ্যে কোনাে প্রকল্পে অর্থ বা মূলধন নিয়ােগ করাকে বুঝায়।
বিনিয়ােগের ধারণা দাও।
অর্থনীতিতে বিনিয়ােগ বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি করাকে বুঝায়, যার ফলে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি পায়।
ভূমিকা: অর্থনীতির মৌলিক বিষয়সমূহের মধ্যে বিনিয়ােগ একটি গুরুত্বপূর্ণ ধারণা। ইংরেজি Investment শব্দের বাংলা প্রতিশব্দ হলাে বিনিয়ােগ। বিনিয়ােগ বলতে মুনাফা লাভের উদ্দেশ্যে কোনাে প্রকল্পে অর্থ বা মূলধন নিয়ােগ করাকে বুঝায়।
বিনিয়ােগ-এর সংজ্ঞা: বিনিয়ােগ বলতে সাধারণত মুনাফার উদ্দেশ্যে ব্যবসা-বাণিজ্যে অর্থ খাটানােকে বােঝানাে হয়। কিন্তু অর্থনীতিতে বিনিয়ােগ ধারণাটি আরও ব্যাপক এবং বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে বিনিয়ােগ বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি করাকে বুঝায়, যার ফলে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি পায়।
অন্যভাবে বলা যায়, উৎপাদন খাতে ব্যবহৃত কল-কারখানা,যন্ত্রপাতি, কাঁচামাল, ঘরবাড়ি ইত্যাদি স্থায়ী পুঁজি দ্রব্য গঠনে যে অর্থ নিয়ােজিত হয়, তাকে বিনিয়ােগ বলা হয়।
অর্থাৎ, একটি নির্দিষ্ট সময় মেয়াদে কোনাে উৎপাদন প্রতিষ্ঠানের বর্তমান উৎপাদনযােগ্য সম্পদ ও মূলধন দ্রব্যের সাথে যে অতিরিক্ত সম্পদ ও মূলধন দ্রব্য যুক্ত হয়, তাকে আলােচ্য প্রতিষ্ঠানের বিনিয়ােগ (Investment) বলা হয়।
সমীকরণের সাহায্যে বিনিয়ােগকে নিম্নোক্তভাবে উল্লেখ করা যায়,
It= Kt – Kt- 1
এখানে, It=t সময়ের বিনিয়ােগ
Kt=t সময়ের মূলধন স্টক
Kt =1(t-1) সময়ের মূলধন স্টক।
উদাহরণ : স্থায়ী যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী ক্রয়, বাড়তি মজুদ গঠন, যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি তথা অবচয় জণিত ব্যয় ইত্যাদি বাবদ লগ্নিকৃত অর্থ বিনিয়ােগ হিসেবে চিহ্নিত হয়।
উপরিউক্ত আলােচনার প্রেক্ষিতে বলা যায়, বিনিয়ােগের সাথে নিম্নোক্ত বিষয়গুলাে জড়িত রয়েছে।
১. নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি;
২. কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি এবং
৩. উৎপাদন বৃদ্ধি।
উপসংহার: উপরিউক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন সামগ্রী উৎপাদন ক্ষেত্রে নিয়ােজিত হয়ে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে তাকে বিনিয়ােগ বলা হয়। অর্থনীতিতে বিনিয়ােগের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। বিনিয়ােগের হ্রাস-বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নকে ব্যাপকভাবে প্রভাবিত করে।